Free Funny Images
Here you can get all funny wallpapers,funny photos,funny pictures and more free funny images.
Pages
(Move to ...)
Facebook
▼
(Move to ...)
Emergince Sied
▼
(Move to ...)
Online Business
Home
▼
Friday, 10 April 2015
পাত্রের বন্ধুদের ঠাট্টার কারণে বিয়ে ভেঙে দিলেন কনে,married day
পাত্রের বন্ধুদের ঠাট্টার কারণে বিয়ে ভেঙে দিলেন কনে
পাত্র অঙ্কে কাঁচা হওয়ায় সম্প্রতি বিয়ের পিঁড়ি ছেড়ে পালিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের এটাওয়ার পাত্রী লাভলি৷ আর শুক্রবার রাতে গাজিয়াবাদের এক তরুণী বিয়ের আসর ছেড়ে চলে গেলেন আত্মসম্মানে আঘাত লাগায়৷ মালাবদলের সময় বরের বন্ধুরা বরকে কাঁধে উঠিয়ে অনেক উঁচুতে তুলে দিয়েছিলেন৷ কনের পক্ষে অত উঁচুতে ওঠা সম্ভব হয়নি৷ তাও তিনি চেষ্টা করেছিলেন তিনবার৷ এরপরই মেজাজ হারান কনে৷ এভাবে হেনস্তার পর বিয়ে করার কোনও দরকার নেই বলেই বেরিয়ে যান বিবাহ মণ্ডপ ছেড়ে৷ ঠাট্টা করতে গিয়ে যে বিয়ে ভেঙে যাবে ভাবতে পারেননি কেউই৷ বর ও তাঁর বন্ধুরা বহু অনুনয় করলেও মন গলেনি কনের৷
দীর্ঘ প্রেমের পর বিয়ে করবেন, ঠিক করেছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ওই তরুণী ও তাঁর প্রেমিক৷ দু’জনেই পুণের বহুজাতিক সংস্থার কর্মী৷ অফিসেই আলাপ, ভালবাসা৷ পুণের বাসিন্দা ওই যুবক বরযাত্রী নিয়ে বিয়ের তিনদিন আগেই গাজিয়াবাদে এসে পৌঁছেছিলেন৷ নাচ-গান-হুল্লোড়েজমে উঠেছিল বিয়েবাড়ি৷ কিন্তু মালা বদলের ঠিক প্রাক্-মুহূর্তে কেস ওলটপালট৷ বিয়ের সময় মজা করার জন্য শুরু হয় বর ও কনে পক্ষের লড়াই৷ কে বেশি উঁচুতে উঠতে পারে?
যে উঁচুতে উঠবে তার দর বেশি৷ যে নিচে থাকবে তাকে মালা পরানোর জন্য সাধ্য-সাধনা করতে হবে৷ এমনই হুল্লোড় চলছিল দু’পক্ষের মধ্যে৷ বরকে তাঁর হোমরাচোমরা চেহারার বন্ধুরা ছাঁদনাতলায় কাঁধে তুলে নিতেই কনের হাত পৌঁছয়নি তাঁর গলায়৷ তাও মালা হাতে লাফিয়েছিলেন৷ তিন-বার৷ এরপর আর ধৈর্যে কুলোয়নি৷ বরের বন্ধুদের ঔদ্ধত্য মনে লেগেছিল ‘স্বভিমানী’ কনের৷ এরপরই বর ও তাঁর বন্ধুদের রসিকতায় বিরক্ত হয়ে ‘বিয়ের ময়দান’ ছেড়ে বেরিয়ে আসেন তিনি৷ ততক্ষণে বরের হাসি মিলিয়েছে৷
ক্ষমা চাওয়া আর বোঝানোর পালা চলে দফায় দফায়৷ তরুণীর রাগ ভাঙাতে পুরোপুরি ব্যর্থ হন তাঁরা৷ মেয়ের আত্মসম্মান ক্ষুণ্ণ হতে দেয়নি কনেপক্ষ৷ বরযাত্রী মালাবদল নিয়ে অসভ্যতা করেছে বলে পুলিশকে অভিযোগ জানায় তারা৷ বিয়ে বাতিল করে তাঁদের অপমান করা হয়েছে, পাল্টা অভিযোগ তোলে বরপক্ষ৷ শেষপর্যন্ত অবশ্য বরকেই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে৷ বিবাহ মণ্ডপ সাজানো ও অন্যান্য খরচের পুরো টাকাটাই বরযাত্রীর থেকে আদায় করে নেন কনের বাড়ির লোকজন৷
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment