Pages

Saturday, 11 April 2015

এক বিড়লের অদ্ভুত মাতৃ্ত্ব : নিজের দুধ খাইয়ে বড় করল হাঁসের বাচ্চাগুলোকে

এক বিড়লের অদ্ভুত মাতৃ্ত্ব : নিজের দুধ খাইয়ে বড় করল হাঁসের বাচ্চাগুলোকে

আয়ারল্যান্ডের ওফালির কালারা অঞ্চলে ঘটল সম্পূর্ণ উল্টো এক ঘটনা। রোনান এবং ইমা লালি নামের একটি তরুন দম্পত্তির ছোট্ট ফার্মে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না মা পরিত্যাক্ত তিনটি ছোট্ট হাঁসের বাচ্চাকে। পরে যখন খোঁজাখুঁজির পর পাওয়া গেল তখন তারা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ মা পরিত্যাক্ত হাঁসের বাচ্চা তিনটিকে পাওয়া গেল বাসার বিড়ালের ঘরের মধ্যে। প্রথমে বিড়লটির মুখে একটি হাঁসের বাচ্চা দেখে তাদের বুঝতে বাকি রইল না কিছুক্ষণের মধ্যে বাচ্চাটি বিড়ালের পেটে চলে যাবে, কিন্তু না বিস্ময় ঘটল তখনি যখন দেখা গেল সদ্য বাচ্চা দেওয়া বিড়ালটি মায়ের আদরে নিজের কোলের মধ্যে আগলে রেখেছে হাঁসের বাচ্চা তিনটিকে। 
আর এমনই এক ব্যতিক্রমধর্মী অদ্ভুত পরিবারের ভিডিও প্রতিবেদন উঠে আসল বিবিসি ওয়ানের প্রতিবেদনে। বিবিসির সাথে সাক্ষাৎকারে রোনান বলেন, তারা আরো বিস্মিত হন, যখন তারা দেখেন হাঁসের বাচ্চা তিনটি খুব স্বাভাবিক ভাবেই বিড়ালের দুধ পান করছে। বিশেষজ্ঞের মতে বিড়ালটি কয়েকদিন আগেই বাচ্চা প্রসব করায় তার মধ্যে হরমোনের দরুন এক মাতৃত্ববোধ জাগ্রত হয়, যা তাকে তার আশেপাশের নরম লোমশ ছোট যেকোন প্রাণীদের ভালবাসা যোগায়, আর সেইজন্যই মা বিড়ালটি খুব সহজেই হাঁসের বাচ্চাগুলোকে দত্তক নিয়েছিল। তবে আশেপাশে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও হাঁসের তিনটি বাচ্চা কেন বিড়ালের দুধ পান করা শুরু করল তার কোন গ্রহনযোগ্য ব্যাখ্যা নেই। আরো আশ্চর্যের ব্যপার কিছু সপ্তাহের পর হাঁসের বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, তখনো তাদের দত্তক মা বিড়ালের সাথে সম্পর্কটা ঠিকই রয়ে যায়, এই অদ্ভুত পরিবারের পুরো ঘটনাটাই উঠে এসেছে বিবিসি ওয়ানের প্রতিবেদন।

No comments:

Post a Comment