Pages

Friday, 10 April 2015

পপি,Bangladesh Actor Popi

পপি

প্রায় ১৬ বছর থেকে পপি চলচ্চিত্র অঙ্গনে বিচরণ করে প্রায় দেড়শতটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই সুদীর্ঘ সময়ের মাঝে চলচ্চিত্রে নায়িকা হিসেবে এসেছেন পপি, পূর্ণিমা, মুনমুন, সাহারা, শাহনূর, কেয়া, রত্না, অপু বিশ্বাস, রেসী, বিন্দু, মীম, শখ সহ আরও অনেকে। এদের মধ্যে এখনও আকর্ষণীয় এবং দর্শক গ্রহণযোগ্যতায় সর্বাধিক জনপ্রিয় নায়িকা হিসেবে রয়েছেন পপি। বড়পর্দায় উপস্থিতি ছাড়াও পপির রয়েছে ছোটপর্দা ও বিভিন্ন স্টেজ-শো তে বাড়তি সাড়া।
১৯৯৬ সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে প্রথম অভিনয় করেছেন পপি। ছবিতে তার বিপরীতে অভিনয়ে ছিলেন শাকিল খান। যদিও এ ছবিটি মুক্তির আগেই মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ ছবিতে অভিনয় করেন পপি। ১৯৯৭ সালে ছবিটি মুক্তি পায়। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী।  সে সময় মান্নার সঙ্গে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কে আমার বাবা’ ছবিতে অভিনয় করেন পপি। পরবর্তীতে মান্নার প্রযোজনায় ‘লাল বাদশা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান তিনি। এরপর শুরু হয় তার একের পর এক ছবিতে অভিনয়। শাকিল খান, ওমর সানী ও মান্না ছাড়াও পপি এযাবৎ রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, আমিন খান, শাকিব খান এবং ইমনের বিপরীতে অভিনয় করেছেন। ফেরদৌসের সঙ্গে ‘কারাগার’ ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও, টেলিভিশনের বিশেষ দিবসের নাটকেও অভিনয় করছেন পপি। একই সঙ্গে নাটক প্রযোজনায়ও নেমেছেন তিনি।
 
পপির অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোঃ
   
 
পপির অর্জনসমূহঃ
১। জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) ২০০৩ বিজয়ী–ছবিঃ ‘কারাগার’
২। জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) ২০০৮ বিজয়ী –ছবিঃ ‘মেঘের কোলে রোদ’
৩। জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেত্রী) ২০০৯ বিজয়ী –ছবিঃ ‘গঙ্গাযাত্রা’

No comments:

Post a Comment